এখনও খুঁজি নিভৃতে
ভাবনার অতল গহীনে, কোন কোণে
অবশিষ্ট ছোঁয়াটুকু
যা এখনও হয়নি মলিন।
যা এখনও পুনর্জ্জীবিত করে
ফেলে আসা দিনগুলিকে।
অধর ঝরা হাসিখানা
সমুদ্র-নীল দৃষ্টি তার
পলকেই সব ক্লান্তির অবসান।
মেঘ-রোদ্দুরের খেলা এলো কেশে।
ধূসর সময়ের ঝরা পাতায় রং মাখিয়ে
সাজিয়েছিল যে, মায়াবী অরণ্য
রাশি রাশি পুষ্পে!
থরে থরে সবুজ, লাল, নীল কতো রঙে!!
ডালে ডালে কত বিহঙ্গ
আর মৌমাছি প্রজাপতির বিচরণ!
ওরাই বাঁচিয়ে রেখেছে, জীবন্ত করেছে সবুজকে
আর আমার, রয়ে গেছে শুধু নীল-টা।
ওরা বলে, ঐ নীলটুকুও নাকি নিয়ে নেবে
সব রং হারিয়ে, নিঃস্ব করতে চায় আমায়।
স্মৃতিটুকুও দোষে আমায়
গ্লানি বয়ে ক্লান্ত তারা;
তাদের রক্ষিতে যে ব্যর্থ আমি;
যেমন ব্যর্থ তোমাতে।
বিভেদ প্রাচীর বিচ্ছিন্ন করেছে সময়
বদলে দিয়েছে চিরচেনা গতিপথ
দূরত্ব বেড়েছে অনেক;
পরম নিঃস্বতায় শেষটুকুও হারাতে বসেছি।
জেনেছি, আজও নাকি পথ চেয়ে থাকো তুমি?
সূর্য ওঠে, আসে নতুন ভোর
পথ চলার হয় শুরু;
শুধু আমার অন্ধ-রাজ্য, আধারেই রয়
দেয়ালে বাঁধা পেয়ে সরে যায়, অনাগত আলো
নির্বাসিত আজ আমি
বিদীর্ণ প্রান্তরে।
১১ নভেম্বর, ২০১৬