বৃষ্টি এসে ছুঁয়ে দিল তোমার অধর
বিন্দু বিন্দু জল মিশে একাকার
কত দূরের পথ দিয়েছে পারি!
কারণটা, শুধু তোমায় ভেজাবার।
সেই বরষণে ভিজলাম আমিও
একই আকাশ তলে,
নীরবে দাঁড়িয়েছিলাম
তুমিও ভিজছো ভেবে
চোখের অশ্রু, আজ বাধাহীন হয়ে
মিশে বৃষ্টিজলে
বয়ে যায় স্রোতোধারা।
তোমায় খুঁজে চলি পথে হন্যে হয়ে
একাকী দিবালোকের স্বপ্ন ছায়ায়,
প্রত্যেহ বুকে অনেক আশা নিয়ে
নিরন্তর সময় ফুরিয়ে যায়,
তবুও থামব না,
থামবে না এ প্রত্যয়।
অশ্রুবিন্দু আমার গড়েছে জলধর
ভাসছি নীলে,
ভেসে ভেসে উড়ে চলি
তেপান্তরের রেখা পেরিয়ে,
তোমার সন্ধানে অজানার ভিড়ে।
কোন সীমানায় মিলবে তুমি?
বিলীন হব না সেই অবধি
হবে না বিলীন একফোঁটা অশ্রুজল,
নয়ন বারির বরষণে
ভিজিয়ে দিয়ে,
একটিবার ছোঁবো তোমায়
রেখো না আর আড়ালে নিজেকে
এসো আকাশ তল।
২২ অক্টোবর, ২০১৬