মা তুমি দয়ার সাগর, তুমি মমতার ছায়া
মাতৃস্নেহে কি যে সুখ! পরম আদরের কায়া।
সেই দিনগুলি মা ছিল ভালো
যখন ছিলাম ছোট,
সোহাগ পেতাম কাছে থেকে মাগো
যা খুঁজে ফিরি এখনও।
আজ আমি বড় হয়েছি মা, আছি অনেক দূরে
তোমার কথা মনে পড়ে মাগো
ব্যস্ত সময়ের ভীড়ে।
তোমার কোল নেই বলে মা, মাথা রাখি বালিশে
ঘুমিয়ে তোমায় স্বপ্নে দেখি মাগো
একাকী গভীর নিশীথে।
দুঃখ এলে দেয় না কেউ মা, আদরে সব ভুলিয়ে
তোমার কথা মনে পড়ে মাগো
নয়ন বারি আর অভিমানে।
কখনও তুমি খেতে না মা, আমি না খেলে পরে
এখনতো কেউ আর দেখে না মাগো
খেয়েছি, নাকি রয়েছি না খেয়ে।
অসুখ হলে সারাটিক্ষণ, থাকতে মা তুমি পাশে
এখনতো কেউ আর দেয় না মাগো
মাথায় হাত বুলিয়ে এসে।
আছি পরে দূর শহরে মা, তোমায় ছেড়ে বহুদুরে
চােখের আড়াল রয়েছো মাগো
তবুও আছো সবটুকু জুড়ে।
তোমায় দেখতে মন যখন মা, ব্যাকুল হয়ে ওঠে
তখন নিরুপায় হয়ে দু’চোখে মাগো
নীরব অশ্রু ঝরে।
আশিস রেখো মা ছেলেটি যেন
ফিরে আসে মানুষ হয়ে,
চোখের জল যেন মু্ছে দিতে পারি মাগো
আনন্দ অশ্রু দিয়ে।
মার্চ, ২০০৯