(অনেক অনেক দিন বাদে ফিরলাম আজ)
ক্ষণে ক্ষণে ভাবি, কতটা নিঃস্ব তুমি ছাড়া
কতটা অসহায় এ জীবন;
যার স্বপ্ন দেখার সীমানাটাও বিলীন
ঐ কালের গর্ভে।
দু'হাতে ধরা যায় না, যায় না ছোঁয়া তাকে
গুনতে পারে না এ দু'চোখ
শুধু হৃদয়ে অনুভবের, শিহরণতার শীর্ষে।
যতটা জুড়ে আছো এ হৃদয়ে
ভালোবাসার আর থাকে না অবশেষ
যতটা ভালবাসলে,
যতটা নিঃস্ব হলে দেবার থাকে না কিছু
হয়েছি ধন্য তেমনি নিঃস্ব হয়ে
হয়েছি সেই আমি যা তোমাতে নিহিত
সেটাও বা কম কিসে।
যখন বুঝিইনি আগে, কি প্রাচুর্যতা দিয়ে গেলে বুকে
যার উর্বরতায় শত সহস্র স্বপ্ন বুনি,
ভীড় করে স্মৃতির জালে
তোমায় নিয়ে কত কথার ঝুড়ি।
সে এক ভীষণ অদ্ভুত যন্ত্রণা,
যা বেড়ে ওঠে এ বুকে
আমারই আস্কারা পেয়ে
চাই বাড়ুক আরও ভাসুক স্মৃতির খেয়া।
ঐ মায়াবী চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলি
হারিয়ে ফেলি অধরের নীরব চঞ্চলতায়,
যেন হৃদ-কম্পন ভাসায় মোরে
সীমাহীন সুখে দোলা লাগে প্রাণে
যেন আরও চেয়ে থাকি তার সরু চিবুকে
শুনি আরও কিছু কথা
অতৃপ্ত মনে অপূর্ণ আশা।
ভুলবার নয়, চাই বারুক আরও ব্যাকুলতা
কি ক্ষতি তাতে, কি হয় নিজেকে বেঁধে
অমন নিয়ম নীতির ডোরে?
ভাবি না এতো কিছু
ভাবতে চাইও না আর।
দুইটি মনের হয়তো হয়নি অনুরণন
আজন্ম এ আজ স্বেচ্ছায় নির্বাসন।
আমিতো বলছি না, তোমারে কর নিবেদন
এই ছিন্ন বীণার তারে
যেথায় একসময় সৃজেছিলে সুর
গল্পকথায় মায়ার আবেশে কাটতো দুপুর
কত কথায় নীরব সাক্ষী সন্ধ্যের পাখিরা
তুমি ফিরলে ঘরে, আমার হলো না ফেরা।
চাওয়া পাওয়ার কোন হিসেব ছিল না
ছিল না বোঝাপড়াটা বুঝে নেবার দায়
যদি আজ এই ক্ষণের অনুভূতি তখন
সদাই জাগতো মনে, হয়তো হতো ভিন্ন কিছু
জানি না ধরা দিতে কিনা;
নাকি পিছুটান পেরিয়ে বোঝাতে মোরে
এওকি হয়, এমন প্লিজ করো না।
ভালোই হয়েছে যা হয়েছে
সেই মানসী মূর্তি ধারণ করেছি
একেঁছি হৃদয়ে একান্ত করে
পেয়েছি চিরযৌবনা অপরুপ রুপের আধার,
যা রবে এ হৃদয়ে চির নতুন, হবে না মলিন
যাকে কেউ করতে পারবে না বিলীন
এমনই আবেশ থাকবে সতত অবুঝ ভালোবাসার।
06.04.19, 17:00, Novoboronezh, Russia