আমরা পাহাড়কে আমাদের মা ভাবতে পারি
আমরা পাহাড়ের তলায় বসাতে পারি
চড়কের মেলা
ভালোবেসে মুছিয়ে দিতে পারি,
ভক্তার রক্ত
আমরা পাহাড়কে আশ্রয় করে,
পাহাড়ের পা কে
সন্তানের পা ভাবতে পারি
গুটি গুটি পায়ে
বানাতে পারি শ্মশান
এসব সবই, ভাবতে পারি আমরা
শুধু ভাবতে পারি না,
যখন পুঁজির কাছে, পুড়িয়ে দেওয়া হয়-
আস্ত একটা পাহাড় ।