লুকোনো চিঠিদের ওপর ধ্যানরত, এক কৃষ্ণাঙ্গ বুদ্ধ মূর্তি
কালোর নিচে বসে আমি শুনি - বনবাদাড়ে
পলাশ ফোঁটার শব্দ
ছোটো বোন এসেছে কয়েকদিন হল
বোন এলেই মনে পড়ে
তোমার কথা
তুমি, আমি , আর সাথে
ও ক্যামেরাম্যান
ছবিগুলো রয়ে গেছে
শুধু গুঞ্জা ফুলের মালা পরা
আমাদের কথা নেই অনেকদিন
তবু ঠিক বুঝতে পারি -
তোমার আর আমার পাড়ায়
আজও
সমস্ত রক্তপলাশ একসাথে ফোটে।