তারপর আবার যখন জন্ম নেব কোনো এক দুরন্ত রোদে বসে থাকা ভিখিরিনির কোলে। আমার পিঠেও সেদিন অবাক ডানা হবে। আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে পস্তু ফুলের হাওয়া, প্রাচীন প্রান্তর।
আনা দু'আনার বাটি ছলকে পড়বে রাস্তায়। বাঁদরলাঠি গাছের পাকা ফল দিয়ে মা আমার ঝুমঝুমি বানাবে। আমি সেই ঝুমঝুমিতে বেঁধে দেবো শ্রীরাধিকার নুপুর।
পাগলের মতো করে ভালোবাসবো তাকে। আমি হবো মৃত্তিকার মতো নরম। হাজার লাঙল আসুক। বিঁধুক হাজার কোদাল, গাঁইতি, শাবল। বুক চিতিয়ে দাঁড়াবো শ্রীচৈতন্য হয়ে।
যাতে করে কেউ অবিরাম খননে খননে, গোলায় তুলতে পারে সোনালী মায়ার ফসল।