তুমি কি দেখেছো আমার বুকের মাঝে
ধিকি ধিকি করে কোথায় আগুন জ্বলে?
তুমি কি দেখেছো স্বপ্নের মৃতদেহ
চাপা দিয়ে রাখি কোন সে গহীন তলে?
অথবা দেখেছো শান্ত মনের মাঝেও
ভেঙ্গে যায় কী যে বিদ্রোহী বাহুবলে?

ভালোবাসো তুমি, ভালোবাসা জানি অন্ধ,
দেখেও দেখে না কী যে ভালো কী যে মন্দ।
তুমিও দেখো নি হাসির আড়ালে মন ভাসে লোনা জলে।

আমি তো দেখেছি এপারে ওপারে
ভালোবাসা সব ভাঙ্গে যে দু'কুল ধরে।
আঘাতে আঘাতে ভেঙ্গেচুরে তবু
বুঝিনি কোথায় ভেঙ্গে সে কোথায় গড়ে।
শুধুই বুঝেছি নেশাতুর নির্মোহে
কঠিন আঘাতও প্রেম করে খেলা ছলে!

ভালোবাসো তুমি, ভালোবাসা গাঁথে ছন্দ,
বুঝেও বোঝে না তারই মাঝে কী যে দ্বন্দ্ব!
তুমিও বোঝোনি কিসের অভাবে মন মরে প্রতি পলে।