থেমে যাওয়া মানে প্রস্থান নয়
থেমে যাওয়া নয় এখানেই ইতি টানা,
থেমে যাওয়া মানে অভিনয় শেষে
দম ফেলবার প্রচ্ছন্ন বাহানা ।

একটু একটু নিজেকে হারিয়ে
নিজেকেই আর পাই না যখন খুঁজে,
নিজেকে টিকিয়ে আরো হারাবার
বাকি নেই কিছু, সেকথাও যাই বুঝে ।
তখন থেমেই যেতে হয় জানি
কোনো যন্ত্রই চলে না তো একটানা!

থেমে আছি মানে ভেবো না আবারো
জেগে উঠবো না একবার থেমে গেলে
রেশমের তলে নিজেকে গুটিয়ে
তবেই না শেষে প্রজাপতি ডানা মেলে ।
প্রভাতের আগে আঁধারে ডুবেই
মশালে মশালে চেতনায় দেবো হানা ।