আজ সব তাল হারানোর বেলা,
অস্তরাগের রক্ত রবি
আঁধারেতে আঁকলো ছবি,
ভাঙ্গলো বুঝি রঙ মাতানোর খেলা।

ডুবলো তবে আলোর রেখা,
সব হারিয়ে নিঃস্ব একা
অর্থবিহীন শুন্যে দু'চোখ মেলা,
আজ সব সুখ হারানোর বেলা।

আজ সব নীরবতায় ঢাকা,
দূরে তবু করুণ সুরে
দুঃখী কি সুর বেড়ায় ঘুরে,
সাথী তার বিদীর্ণ তরু শাখা।

সঙ্কুচিত সময় থেমে
থমকে থাকে ছবির ফ্রেমে,
শত বর্ষের গ্লানির ধুলোয় ঢাকা,
আজ সব স্থিরতায় আঁকা।

আজ সব শুন্য হবার পালা,
অগ্নিদাহীর মগ্ন সাজে
নিঃশেষিত ছাইয়ের মাঝে
মিটুক তবে সব দহনের জ্বালা।

রুদ্র রোষের ঘূর্ণি শেষে
হাল হারানো ছিন্ন বেশে
পরাজয়েই মিলুক জয়ের মালা,
আজ সব ভেঙ্গে গড়ার পালা।



[রচনাকালঃ ৩ জানুয়ারী ২০০৮ ইং]