যাচ্ছে যে দিন, বাড়ছে বয়স
হচ্ছি বুড়ো দিনকে দিন,
পাচ্ছি যা তাই জমছে খাতায়
আর জীবনের বাড়ছে ঋণ।

কি দিয়েছি আর কি পেলাম
করছি যতোই হিসাব তার,
দানের খাতায় স্বার্থ দেখি,
পাওয়ার খাতায় দেনার ভার!

কর্মযোগে বস্তু মিলে,
করছি যে কাজ রাত্রিদিন,
আপন ভোগের লক্ষ্যে সবই
নয় কিছু তার স্বার্থহীন।

চক্রে পড়ে ঘুরছি শুধুই
করছি না তো চক্র ভেদ,
দিনে দিনে বাড়ছে বয়স
এবং সাথে বাড়ছে খেদ।


রচনাকাল - ৩ সেপ্টেম্বর ২০১৬ ইং