গুণীজনে কহে আর শুনে পাগল কবি
দুনিয়াতে যাহা দেখি মায়া তার সবই।
আজ যেই পুত্র ঘুরে মায়ের আঁচলে,
বহু দূরে যাবে সেই পুত্র বড় হলে।
পিছে পড়ে র'বে তার শুধু স্মৃতিগুলি,
পিছে পিছে ঘুরা, আর আধো আধো বুলি।
(রচনাকাল: ১৩ নভেম্বর ২০১৩ ইং)
কবিতার এই পুত্র আমি, ছোটবেলায় মায়ের আঁচলে আঁচলে ঘুরে বড় হওয়া একজন। এখন মা-কে ফেলে থাকি দুনিয়ার উল্টো পীঠে। আমার নিজেরও এখন এক পুত্র আছে, আমার পায়ে পায়ে ঘুরে সবসময়। আমার হাত ছাড়া ঘুমাতে পারে না। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি সে সময়ের জন্য, যখন আমার পুত্রও আমাকে ফেলে অনেক দূরে চলে যাবে নিজের স্বপ্ন বাস্তবায়নে।