ভালোবাসায় কষ্ট আছে, হৃদয় পোড়ে জানি।
নষ্ট সুখের কষ্ট বুকে
ছাই চাপা রয়, জ্বালায় ধুকে,
ভালোবাসার কষ্ট যে তাই বড়ই অভিমানী!

কিন্তু প্রেমের আগুনেরও ফুলকি যখন ওড়ে,
তারই মাঝে অসীম সুখের স্বপ্ন বেড়ায় ঘুরে!
ফুলকিগুলো ছাই হলে তাও
ছাইয়ের মাঝে কষ্ট ছাড়াও
ছোট ছোট স্মৃতির কণায় সুখেরই হাতছানি!

অভিনয়ে যতোই হাসি,
তার আড়ালে সর্বনাশী
সর্বগ্রাসী পাগলপারা তুফান যতোই নাচে,
সুখের স্মৃতি আঁকড়ে ধরেই ভালোবাসা বাঁচে।

ছাইয়ের থেকেও নতুন করে যে প্রেম উঠে জ্বলে,
তাকেই জানি ভালোবাসার অমর স্বরূপ বলে।
অভিমানের দুয়ার খুলে
কষ্ট দলে কষ্ট ভুলে
ভালোবাসা বাঁচতে শেখায়, এটাই প্রেমের বাণী।



রচনাকাল: ২ নভেম্বর ২০১৬ ইং