আমি চলবো বলেই থমকে আছি পথে,
খুঁজে দেখবো বলেই পাইনি পথের দিশা,
কতো পথ মিশে যায় এক পথে দূর হতে,
সকল পথেই খেলে আলো-অমানিশা।
আমি বুঝবো বলেই ভাবি দু'চোখ বুজে,
আমার ভাবনা শুধুই হারায় আঁধার তলে,
কতো জটিল জটিল হিসাব দেখি খুঁজে,
সকল হিসাব মিলায় শূন্য ফলাফলে।
আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি,
আমার পিছু ফেরাও আর হবে না জানি,
অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি
আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি।
আমি নিজের মাঝেই আপন মনে ডুবি,
মনের শূন্যতাকেই আবার অনুভবি।
(রচনাকাল: ৮ নভেম্বর ২০১৩ ইং)