প্রত্যেকে আমরা বারে বারে চেয়েছি
আমাদেরই বুঝে যেন অন্যে,
হিসাবটা কষে দেখি কতটুকু পেয়েছি,
প্রাপ্তি তো আমাদেরই জন্যে।
তাকেও বুঝতে যে হবে
সেকথা ভেবেছি কবে?
দাঁড়াইনি নিজে দাঁড়িপাল্লায়।
বিচারের আসামী
পাশাপাশি যে আমি,
সেই বোধ বিকিয়েছি গোল্লায়।
পাওয়ার হিসাব ছাড়া ছাড়িনি তো কিছু কারো জন্যে।
না পাওয়ার বেদনায় নিজেকে মিলাই তাই শূন্যে।
(রচনাকাল: ১৪ অক্টোবর ২০১৪ ইং)
কবিতাটি মূলতঃ নিচের লিঙ্কের কবিতাটির উত্তরে মন্তব্য হিসাবে লিখেছিলাম:
https://www.bangla-kobita.com/00000909/post20141014123810/