মনের মাঝে বাজলো এ কি মন মাতানো সুর,
দূর থেকে দূরে নেচে সুরে সুরে
নতুন সাজে সাজলো মনের কোন সে অচীনপুর!
সেথায় নিত্য গানের মেলা
সেথায় সুখের ফাগুন খেলা,
মনের দুয়ার খুলে আপন ভুলে হলেম সেথায় চূড়।
আজ তোমার সুরে বাধঁলো মনের সুর।
তোমার চোখের তারায় দেখি আমার বসুন্ধরা,
তাই চোখে চোখে যেন থেকে থেকে
মন হারিয়ে খুঁজে বেড়াই যায় না যে মন ধরা।
সেথায় দুষ্ট হাসির মায়া,
সেথায় শুভ্রতারই ছায়া,
সেই চোখের তারায় নেশার ধারায় হলেম পাগলপারা!
আজ তোমার চোখেই আমার সুখের ধারা।
মনের মাঝে অচীনপুরের খুললো সকল দ্বার,
মন থেকে মনে গোপনে গোপনে
কোন সেতুতে বাধঁলো মনের অচেনা দুই পার!
সেথায় শুধুই তুমি-আমি,
সেথায় সুখের চেয়েও দামী
সকল স্বপ্ন দিয়ে সাজানো আজ আমাদের সংসার।
আজ তোমার মাঝেই আমার অভিসার।
(রচনাকালঃ ২৭ জুলাই ২০১১ ইং)
এই কবিতাটিও আমার সহধর্মিনী মৌসুমি-কে উৎসর্গ করা