জলে ঢেউ খেলে আকাশের তারা
ছায়াঘেরা মায়াময়,
বাতাসের টানে গাছে গাছে যেন
নীরবতা কথা কয়।
মেঘের চাঁদোয়া ভেসে ভেসে চলে
অস্ফুটে বহুদূর,
সাথে ভেসে চলে চাঁদের জোয়ারে
আনমনা কোন সুর।
দূরে রাতজাগা পাখি বুঝি ডাকে
থেকে থেকে অবিরাম,
সাথে জেগে থাকি তুমি আর আমি
নিশাচর দুই প্রাণ।
কতো কতো কথা হয়ে যায় চোখে,
ঠোঁটে ঠোঁটে, ইশারায়,
প্রণয়ের সুধা বাঁধ ভাঙে যেন
হৃদয়ের কিনারায়।
তৃপ্ত বাসনা হৃদয়ের টান
সুগভীর আরও করে,
ভিন্ন হৃদয় এক হয়ে মেশে
সকলের অগোচরে।
এই চাঁদ আর তারাভরা রাত
দেখে যায় তারা সবই,
তোমার ছোঁয়ায় মনের গহীনে
পূর্ণতা অনুভবি।
এভাবেই আরও রাত যেন আসে
তুমি আমি পাশাপাশি,
হাতে হাত রেখে চোখে চোখে ক'বো
"তোমাকেই ভালোবাসি"।
(রচনাকালঃ ২০ মে ২০১১ ইং)