বাঁধবো না যা মুক্ত ধারায় ছোটে,
মনের কথা মনেই উঠুক ফুটে।
ধরবো না তা লেখায় ধরার ছলে,
দেখবো না তা দেখতে হবেই বলে।
বুঝতে গেলেই হারাবে তার মানে,
সুর হারাবে কথার মায়া টানে।
না বোঝাতেই বুঝতে হবে তাকে,
খুঁজতে হবে শুধুই মনের বাঁকে।
[রচনাকাল: ১৬ অক্টোবর ২০০৬ ইং]