সন্ধ্যা হলেই অনুরাগে
ঝাঁকে ঝাঁকে যে প্রাণ জাগে,
জেঁকে বসে প্রাণে জাগায় বিরক্তি ও ভয়,
দুঃখে তাকে যতোই ঝাড়ি
থাপড়ে তাদের যতোই মারি
ধ্বংস হলেও বংশ বেড়ে তাদেরই হয় জয়!
কে সেই মহান? নয় অজানা
হুল আছে তার, আছে ডানা,
রক্তচোষা এই প্রাণীটির মশক হলো নাম।
তাদের জ্বালায় কর্ম ফেলে
মশারী ও কয়েল জ্বেলে
দিন ফুরালেই নিত্য চলে যুদ্ধ অবিরাম।
যুদ্ধ শেষে ক্লান্ত মনে
তাও বলে যাই সঙ্গোপনে
মশার মাঝেই সুপ্ত আছে সুরেলা এক প্রাণ!
সুযোগ পেলেই গুনগুনিয়ে
সদলবলে যায় শুনিয়ে
ফুর্তি ভরা হৃদয় তাদের, কণ্ঠ ভরা গান।
রচনাকাল: ৮ এপ্রিল ২০১৭ ইং