আষাঢ় মাসে মেঘলা দিনে
মন থাকে কি ঘরে?
মেঘের সাথে যায় সে ভেসে
দূর থেকে সুদূরে।
রংধনুর ঐ রঙের মেলায়
ভাসিয়ে দিয়ে ভেলা
কল্পকথার গল্প গেঁথে
কাটায় সারা বেলা।
টাপুর টুপুর সুরের মায়ায়
সুর বেঁধে কোন ফাঁকে
মন এঁকে যায় স্মৃতির পটে
মেঘলা এ দিনটাকে।
মেঘের কোলে রবির হাসি
পুলক জাগায় মনে,
রোদ-বৃষ্টির খেলায় এ মন
হারায় প্রতিক্ষণে।
[রচনাকালঃ ৮ জুন ২০০২ ইং]