এই জগতে কেউ কারো নই
সত্য মানি, তবে
পরস্পরের মায়াজালেই
আটকে আছি ভবে।
সময় হলে যা আছে তার
সব হারাবো জানি।
কাছের মানুষ? সেও পালাবে
যতোই কাছে টানি!
অস্থায়ী, তাও আজকে নাহয়
একটু সুখে ভাসি,
সময়টুকু আঁকড়ে ধরেই
একটু ভালোবাসি!