কাকের কণ্ঠে সমবেত স্বরে
শুনেছি স্লোগান, শুনিনি তো গান।
মিছিলে মিটিং-এ রণ হুঙ্কারে
শুনেছি কাকের কা কা কলতান।
দলগতভাবে দেখেছি তাদের,
দলছুট কাকও দেখেছি দেদার,
কোকিলের চেয়ে কাকের সংখ্যা
বেড়ে বেড়ে আজ জানি বেশুমার।
চারদিকে কা কা, তারই মাঝে কিছু
কোকিলকণ্ঠী আজও গান গায়,
যদিও সেসব সুরের লহরী
গণতান্ত্রিক মার শুধু খায়।
গণতন্ত্র তো সমষ্টি দেখে,
সংখ্যা বিচারে কাকেরই দখল,
যদিও বিমাতা, কাকই আজ ত্রাতা,
কা কা কলরবই আজ সুকোমল।
আমিও নিজের কণ্ঠকে চেপে
হিসেব নিকেশ ছুড়ে ফেলে সব
কাকের সাথেই সমঝোতা করে
তালে তালে তাই তুলি কা কা রব।