হয়তো কোনো আনমনা এক বেলায়
নতুন করে হারাবো এই আমি,
বাঁধন ছিঁড়ে মন রাঙ্গানো খেলায়
অস্তরাগের মেঘের অনুগামী।
হয়তো তখন ডাকবে না কেউ পিছু
খুঁজবে না মন ফেলে আসা মানে,
স্মৃতির বাঁধন ভুলবো যে সব কিছু
মিটে যাওয়া ঋণের প্রতিদানে।
সব ছেড়ে যে নিঃস্ব হবো পুরো
নিঃস্ব ছিলাম প্রথম যেমন করে,
শূন্য থেকে সব ছিল যার শুরু
বিলীন হবো শূন্যতারই পরে।
গোধূলি রঙ আঁকবে বিদায় রেখা
বুঝবো পথিক শেষ হয়েছে বেলা,
দূর সীমানায় দৃষ্টি রেখে একা
থামবে নাহয় আমার সকল খেলা।
হয়তো তখন একটু বিষাদ রেশে
একটু থেমে বিদায় অনুভবে -
আপন মনেই হয়তো অবশেষে
ভাববো কেন এসেছিলাম তবে...
এমন করেই শেষ হলো সব যদি?
[রচনাকাল: ১৫ মে ২০০৬ ইং।
সম্পাদনা: ১৮ অক্টোবর ২০২২ ইং]