হাম্বা হাম্বা ডাকে গরু দড়ি বাঁধা খাম্বায়,
কোরবানিটা আসলে পরেই সবাই মাতে হাম্বায়।
গরুর পাশে মানুষেরও ডাক শুনি যে হাম্বা!
ওহে মানুষ! ছাগলামিতে কখন তুমি থামবা?
ওই গরুটার প্রাণ নেয়াতেই কোরবানি তো হয় না।
কি ছেড়েছো জীবন থেকে? ছাড়তে কিছুই সয় না?
ঈদ বলে তো লাফাচ্ছো খুব, কিনছো কাপড় দামী,
গরু ছাগল সব মিলিয়ে চালাচ্ছো পাগলামি!
জানলে পরে পরিণতি টেনশনে তো ঘামবা!!
মানুষ তুমি ছাগলামীতে কখন বলো থামবা?
অন্তরে যে পশু আছে কোরবানি দাও আগে,
কোরবানি দাও লোভ-লালসার যেটাই মনে জাগে।
পরের তরে এই সুযোগে অল্প নাহয় ছাড়লা
কম্পিটিশন বাদ দিয়ে আজ একটু নাহয় হারলা।
কোরবানির এই ঈদের আসল কারণ যখন জানবা
ছাগলামীতে তখন শেষে হয়তো তুমি থামবা।