একটু থেমে দাঁড়াও,
     দু'চোখ বুঁজে  মনের মাঝে
     একটুখানি হারাও।
হারিয়ে যাওয়া অনেক সুরের রেখা
মনের মাঝে জমিয়ে রাখা আজও,
কতো ছবি স্মৃতির পটে আঁকা,
আনন্দ আর দুঃখ কিংবা লাজও
          মনের কোনে লুকিয়ে আছে তারাও।

     একটু ভেবে দেখো,
     তোমার মাঝে তুমি যে আজ
     শুধুই তুমি নাকো।
কতো মনের স্বপ্ন এবং আশা
তোমার মাঝেই আজও বেঁচে আছে,
নির্ভরতার অন্ধ ভালবাসা
প্রত্যাশা তার কতোই তোমার কাছে,
          তারই তরে নাহয় বেঁচে থাকো।

     এই জীবনের মানে-
     এমন করেই খুঁজে পাবে
     ভালবাসার গানে।
মনের মাঝে জাগবে সুরের ঢেউ
নতুন ভোরের রাঙ্গানো উন্মেষে,
হয়তো তখন থাকবে পাশে কেউ
যেমন করে চেয়েছিলে পাশে,
          আর কিছু না শুধুই তোমার টানে।



[রচনাকালঃ ১৪ এপ্রিল ২০০৬ ইং]