সকলেই জানি চলে যায়।
আমিও তো যাবো
এই আমিও হারাবো
তাই যদি ভাবো আজ
এখানেই হয়তো বিদায়,
এখানেই নয় তো বিদায়!!
আমার না থাকাতেও আমাকেই পাবে
সবকিছু ভুলবে কিভাবে?
সুখের যে স্মৃতিটুকু, ভোলা সে কি যায়!!
এখানেই নয় তো বিদায়!
যে সময় চলে যায়, তারও রেশ থাকে
প্রতি পলে সে-ও পিছু ডাকে।
হারাবার ভয়ে তাকে থেকো না দ্বিধায়!!
এখানেই নয় তো বিদায়!