চারিদিকে উত্তেজনা
ফিসফিসানি চলছে,
এবার নাকি যুদ্ধ হবে
সবাই তা বলছে।
নিয়মিত হয়না অফিস
সবাই থাকে ঘরে,
সারাদিন ছাত্ররা সব
বেড়ায় মিছিল করে।
হঠাৎ এক রাতে -
শহরবাসী উঠলো জেগে
গুলির আওয়াজেতে।
বেহিসাবে পাকসেনারা
মারছে মানুষ ধরে,
শহর ভরে উঠছে শুধু
মানুষের চিৎকারে।
একাত্তরে এমনি করে
যুদ্ধ হলো শুরু,
রক্ত দিয়ে মোদের এদেশ
স্বাধীন হলো পুরো।
(কবিতাটি ১৯৯২ সালে লিখেছিলাম। আমি তখন ক্লাস টেনের ছাত্র।)