অচল-আবদ্ধ থাকে যেই জলাশয়
পানি তার দূষিত ও শৈবালময়।
মাছ নয়, পোকাদের আশ্রয় যে তা,
যেমন এ সমাজের আশ্রিত নেতা।
কলুষিত সমাজের যতো দায়ভার,
নয় তা মোটেই শুধু সেসব নেতার।
হুজুগে হুজুগে এই আমরাই সবে
দেশটাকে জঞ্জালে ডুবিয়েছি কবে!
আমাদেরই স্বভাবটা ভীষণ বাঁকা,
বিবেক ও নীতিজ্ঞান স্বার্থে ঢাকা।
নেতাদের আমরাই মাথায় তুলি,
আমরাই নেতাদের বচনে ভুলি।
সমাজের আমরাই টুটি চেপে ধরে
রেখেছি সমাজটাকে অক্ষম করে।
রাত শেষে ফের যদি ভোর চাই, তবে
আগে এই আমাদেরই বদলাতে হবে।


(রচনাকালঃ ২৬  নভেম্বর ২০১৪ ইং)