চারপাশে ভাসে অস্ফুট ধ্বনি, শব্দের কোলাহল,
বাতাসের মাঝে হাহাকার শো শো, জলে ধ্বনি ছলছল।
হাসি কান্না বা কথামালা কতো নিরবধি করে খেলা,
বুঝে না বুঝেও সেসবের মাঝে ডুবে আছি সারা বেলা।

আলো ঝলমলে দিন, আর রাতে ঝলমলে বাতিঘরে
কতো না রঙের রঙ্গিন বাহারে জীবন রয়েছে ভরে।
গহীন আঁধারে আকাশেও দেখি মিটিমিটি তারা জ্বলে,
দেখা ও না-দেখা আলোর মাঝেই ডুবে আছি প্রতি পলে।

মুক্ত চেতনা নিজেও জগতে হিসেবের বেড়াজালে
বন্দী হয়ে সে ডুবে আছে ঘোর আঁধার অন্তরালে।
হিসেবের এই জাল ছিঁড়ে আমি যতো চাই ভেসে উঠি,
মোহের আবেশে জগত ততোই চেপে ধরে আরো টুটি।



(রচনাকাল: ৭ জুলাই ২০১৭ ইং)