পড়েছিলাম, দশের লাঠি একের কাঁধে বোঝার সম,
হৃদয়ে তা ধরিনি তাই সম্মুখে পথ কঠিনতম।
সব আছে, তাও সাথে আছে ভাইয়ে ভাইয়ে বিভেদ শত,
স্বার্থবাদী হিসাব নিয়েই ব্যস্ত সবাই অবিরত।
সমষ্টিহীন একলা পথে চলার শেষে পরিতাপে
আশীর্বাদই দেখি যে আজ রূপ নিয়েছে অভিশাপে।



(রচনাকাল ২৬ ডিসেম্বর ২০১৬ ইং)

এটি আসরেরই একজনের কবিতায় মন্তব্যের আকারে লিখেছিলাম। প্ল্যান ছিলো পরে এর সাথে আরও কিছু লাইন যোগ করে একে কবিতার আকার দিবো। তবে যতোবার তা করতে বসি, মনে হয় এই ক'টি লাইনেই মনের মূল কথাটি বুঝানো হয়ে গেছে। একে আরও বড় করতে গেলেই বরং ভাব থেকে বিচ্যুত হতে পারে। তাই এভাবেই একে এখানে প্রকাশ করলাম।