সুখের তালে নাওয়ের পালে লাগলো যদি হাওয়া,
ঢেউয়ের নাচে দোদুল দুলে
নোঙরখানা নিলাম তুলে,
যাক ভেসে যাক সুদূরপানে আমার সকল চাওয়া।

মুক্ত মনের আকাশ সাজুক দু'চোখ ভরা নীলে,
নদীর জলে রঙ খেলে তার
নীলে নীলে হোক নীলাকার,
ঢেউয়ের মাথায় আলোর খেলাও হোক আরও ঝিলমিলে।

তাথৈ তাথৈ ঢেউয়ের তালে মন ছুটে যায় যদি,
ছল ছল ছল ছন্দে মেতে
দূর অজানায় মিলিয়ে যেতে
দু'কূল ছেড়ে স্রোতের টানেই চলবো নিরবধি।

তখন বাতাস জুড়ে থাকবে মাতাল সুর,
আমি খুঁজবো আমার কোথায় সমুদ্দুর।


(রচনাকালঃ ২৯ এপ্রিল ২০১৪ ইং)