চিত্রকরে বলেন হেসে, "শত্রু কিবা মিত্র,
চিত্রে দেখি তাদের সবাই কতোই না বিচিত্র!
কেউ বা সেজে ভণ্ড পাগল কয় যে কথা ছন্দে,
কেউ খুঁজে পায় হাঁড়ির খবর রান্নাঘরের গন্ধে।
কারো কারো কথার মাঝে প্যাঁচ খেলে যায় রাতদিন,
কেউ বা নাচে সেসব কথায় মনের সুখে তাক্ ধিন্।
তাদের আজব কাণ্ড দেখে আমার অবাক চিত্ত
বিচিত্র সব চিত্র আঁকে ছবির পটে নিত্য।"


(রচনাকালঃ ২৫ নভেম্বর ২০১৪ ইং)