ঐ দেখো রে পেঁচা নাচে,
বাঁদর নাচে ঐ!
ব্যাঘ্র মামাও খ্যামটা তালে
নাচে তাথৈ থৈ!!
মাতালগুলোর উর্দি নাচে
সাথে পাগল কুর্দি নাচে,
মনের মাঝে ফুর্তি নাচে,
কেমনে ঘরে রই?
বৈশাখী ঢেউ তুমুল বানে
ভাসিয়ে নেয় রমনা পানে,
আমিও তার অমোঘ টানে
সঙ্গে শরীক হই!
বাঙালী যে ছিলাম ভুলে,
আজকে দেখি দু'চোখ খুলে
বানর-পেঁচা জাতির মূলে,
মানুষ গেলো কই?
উন্মাদনা যে চারপাশে!
তারই মাঝে লোলুপ হাসে
জন্তু কিছু অভিলাষে
লক্ষ্য করে সই!!
যায় যদি মান তাদের হাতে
কি আসে বা কি যায় তাতে?
আমিও আজ সব হারাতে
পিছপা মোটেই নই।