রাত নিঝঝুম
নেই চোখে ঘুম
জোনাকিরা খেলে খেলা,
নিশ্চুপ মনে
সঙ্গোপনে
নীরবে অশ্রু ফেলা।
জানি না এ চোখে
কেন থেকে থেকে
বাণ ডাকে অকারণে,
আঁধারে একেলা
কেটে যায় বেলা
অদ্ভুত শিহরণে।
জানালার পরে
বসে দেখি দূরে
মিটিমিটি তারা জ্বলে,
মনে যেন চায়
হারাতে সেথায়
বিষাদের ডানা মেলে।
(রচনাকাল: ৮ সেপ্টেম্বর ২০০৬ ইং)