আকাশের নীলে মাখা প্রজাপতি রঙ
দেখিনি সে রূপ তার কখনো এমন,
আজ তাই ডানা মেলে দূরে বহুদূর
আকাশের সীমানায় হারায় যে মন।
বাতাসের প্রাণে আজ পেতে রই কান
শুনি ধরণীর উচ্ছ্বাস কোলাহল,
রংধনু সাজে আজ হাসে নির্মল
মেঘের জমিয়ে রাখা কান্নার জল।
ধুয়েছে দুর্বাঘাস ভোরের শিশির
সে ঘাসের কোনে খেলে রৌদ্র প্রখর,
কেটেছে দুঃসহ অমানিশা রাত
এলো বুঝি দিবসের শুভ্র প্রহর।
আকাশে মেলেছে ডানা শালিকের ঝাঁক
দিগন্তে অবগাহে মুক্তির স্বাদ,
স্বাধীনতা আজ যেন হাতের মুঠোয়
বেঁধেছে স্বপ্নে আঁকা স্বর্গ নিখাঁদ।
বীরভূমে জন্মেছে নতুন বলয়
গেঁথেছি হৃদয়ে তার গর্ব কথন,
লাল টিপে ধরণীর সবুজ শ্যামল
আকাশে উড়ছে আজ বিজয় কেতন।



[রচনাকালঃ ২০০৭ ইং]