সম্প্রতি আমরা এই ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থায় পরিবর্তন এনেছি। ইতিপূর্বে আমরা গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখাতাম। কিন্তু বর্তমানে এআই ভিত্তিক নতুন এক বিজ্ঞাপন ব্যবস্থা যোগ করা হয়েছে । নতুন এই সার্ভিস এআই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সময়ের সাথে সাথে ইউজারের জন্য বিজ্ঞাপনকে আরও অপটিমাইজ করে থাকে। ফলে আপাতত অতিমাত্রায় বিজ্ঞাপন দেখানো হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি। এছাড়াও এআই-এর এই প্রযুক্তিটি আমাদের জন্য নতুন বলে এর বিভিন্ন সেটিং রপ্ত করতেও আমাদের কিছুটা সময় লাগছে। আরও কয়েক সপ্তাহ পরও যদি বিজ্ঞাপনের সংখ্যা, ধরণ, বা তা দেখানোর অবস্থান নিয়ে কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়ে, তবে আমাদের জানাবেন। ধন্যবাদ!