৹ যোগাযোগ ৹ Rhyme: Free Verse
আধুনিক কোন জলযান পৌঁছবে না আমার বাড়ি। ভালো হবে উড়োজাহাজে চড়ে এলে। সুপার ফাষ্ট ট্রেনেও অনেক সময় লাগবে। নেই দরকার। পাতি বাসে চড়ে আসার কথা স্বপ্নেও ভেবো না। ওলা ওবের ওরা আসবেই না। প্রাইভেট কারে চড়ে আসা যায় তবে এসো না, সহসা তাল কেটে যেতে পারে ।ভাবতে পারি, আমি কই তুমি কই, আমাদের মাঝে কতো ব্যবধান! সাইকেল-রিকসা, অটো গাড়ি, টমটম ওগুলো দূরে পাড়ি দেয়ার কোন অপশন হলো কবে? তুমি এলে পরে ওসব চড়েই তো ঘুরতে হবে।হাঁটতে আর পারবে কতক্ষণ! ভিসা-পাসপোর্ট ইত্যাদি যদি লাগে তো লাগবে,যা লাগে তার বন্দোবস্ত তুমি করে নেবে জানি।আজেবাজে পথ ধরে আসা, একদম মানা। কখন কিভাবে পৌঁছবে, পৌঁছবে কি পৌঁছবে না তার নাই ঠিক। সব প্ল্যান প্রোগ্রাম হবে মাটি। হ্যাঁ, স্বপ্নে আসা যায়, তবে কখন যে ঘুমাই আর কখন যে জাগি, স্বয়ং আমিই কি তা ঠিকঠাক জানি? এছাড়াও আছে অনেক ফাঁড়া- যখন তখন দুঃস্বপ্নের তাড়া। কি বললে, তাহলে না আসলেই পারি? ও না না। প্লিজ ও কথা বলো না আসবে না। ওমা, আসার কি সমস্যা? এই তো আমরা রোজ আসি-যাই, দেখা করি, কথা বলি কত, কেউ কি আটকায়? আর সবচেয়ে বড় কথা, কেউ কি জানতেও পারে? এতো এতো সুবিধার এতো ছড়াছড়ি, তারপরও বলো কেন না আসলেও পারি ? এই যাঃ, চলে গেলে! আড়ি!!!?
© পলাশ কুমার রায়, ২০২৪
.