৹ যক্ষিণী ৹ Rhyme: AA
অগোচরে চলা নিশাচরী চির চঞ্চল দামিনী
মনোরথোগামিনী, ভ্রান্তিবিলাসিনী ওরা যক্ষিণী।
বায়ু বেগে চলা সুক্ষ, অতি দক্ষ যক্ষ ঘরণী
ভগ্নহৃদয়প্রবাহিনী ওরা উন্মাদমনোগামিনী।
উর্বর মনোবাসিনী, অনুরক্তি অভিলাষিণী
বাক্যে বিবশকারিণী ওরা রুঢ় বিদ্রুপভাষিনী।
প্রিয়সন্তোষিনী, সুধা অমৃত-বিষ দায়িনী
কূটতর্ক, ছলকপটকলা পারদর্শিনী।
তাপহরনী, তাপদায়িনী ওরা তপ্তহৃদয়বাহিনী।
বিষাদিনী ওরা বিষাদসঞ্চারিনী।
নিদ্রিতমনোবাসিনী, কামনা বিলাসিনী সুভাষিণী।
সুখ দায়িনী কন্ঠরোধিনী ওরা বক্ষবিদনকারিণী।
ওরা মায়াবিনী ওরা সত্য স্বপন নাশিনী
ওরে যা, ওরে উদাসীন, ওরা যক্ষিণী, ওরা যক্ষিণী।
© পলাশ কুমার রায়, ২০২৪