৹ বিজয় ৹ Rhyme: Free Verse


আমি মনে রেখেছি ঐ ছেলেটিকে
সদ্য নয়ে পা দিয়ে যে
বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে-

চোখে জল আর হাতে ফুল নিয়ে
দাঁড়িয়েছিল
শহীদ মিনারের পাদ দেশে।

ছেলেটি আজও
স্বাধীন হয়নি
হায়!

© পলাশ কুমার রায়, ২০২৪





.