৹ উদ্দেশ্য হীন ৹ Rhyme: Free Verse
দুঃখ দেয়া টা আমার উদ্দেশ্য ছিলনা।
বিধেয় টা ছিল বিধির বিচারাধীন।
দুঃখ আমরা দুজনেই পেয়েছি বেশ।
বোধহয় কোনো উপায় ছিলো না আর।
কার তলোয়ার কাকে কেটেছে এই প্রশ্ন অর্থহীন।
তামাম মুলুকে রক্ত ঝরেছে, প্রেম কিবা প্রেমহীন।
© পলাশ কুমার রায়, ২০২৪