৹ উচ্ছন্নে যাইব ৹ Rhyme: Free Verse
মনে আবার সাধ জাগিয়াছে-
আমি উচ্ছন্নে যাইব।
আমায় কেউ বলিবার সুযোগ পায় নাই, তবে
উচ্ছন্নে যাইবি, উচ্ছন্নে যাইবি বলিয়া
বাচ্চাদের যখন রোজ রগরানো হইয়াছে
প্রতিবেশীর বাড়ি হইতে তাড়া খাইয়া
উচ্ছন্নে যাইবার ভুত বেড়া ডিঙাইয়া
আমার মাথায় আসিয়া বাসা বাঁধিয়াছিল
এমনটি হয়তবা হইয়া থাকিবে।
এখন বয়স বাড়িয়াছে।
মগজে শর্ট-সার্কিট হইয়াছে।
ঘরেতে কারফিঊ লাগিয়াছে।
মন কবিতার কাছে আত্মসমর্পণ করিয়াছে।
ভুতেরও ঘুম ভাঙ্গিয়াছে।
ড্রৌণ ছুটিয়াছে, মিশাইল উড়িয়াছে।
প্রাণও উঁড়ির সীমান্তে আসিয়া দাঁড়াইয়াছে।
উপরে যাইবার সব বন্দোবস্ত-
প্রায় পাকা হইয়া গিয়াছে।
তবে শুনি, উচ্ছন্নে যাইবারও নতুন নতুন
রাস্তাঘাট খুলিয়াছে।
আগে কতবার যাই যাই করিয়াও
আমার যাওয়া হয় নাই।
অনেক বিলম্ব হইয়াছে, আর অপেক্ষা নয়।
বিজ্ঞানের মোহন বাঁশি বাজিয়াছে।
গোপিনীরা সব যমুনা পারে আসিয়াছে।
মনও বিবশ হইয়াছে।
ত্রাহি মধুসূদন বলিয়া-
আমারও উচ্ছন্নে যাইবার দিন ঘনাইয়াছে।
© পলাশ কুমার রায়, ২০২৪
.