৹ পাতলা করা ৹ Rhyme: Free Verse


প্রায়শঃ আমি অনুভব করি
আমার অস্তিত্ব খুব দ্রুত পাতলা হয়ে যাচ্ছে।
যেন আমার পাতলা হওয়া খুবই আবশ্যক, নইলে
পৃথিবীতে ভারসাম্যের শীঘ্রই
কোন অস্তিত্ব থাকবেনা।

কিন্তু আমি পাতলা হওয়া অপছন্দ করি।
নিজের জন্য মোটা পরিচিতির প্রলেপ
আমার খুউব পছন্দ।

আমার ইচ্ছাকে একটুও পাত্তা না দিয়ে
আমার পুনর্নবীকৃত অস্তিত্বের জানান দেয়া-
চিরকুটে লেখা নতুন নতুন সর্বনামের কাছে
রোজ আমার নাম আত্মসমর্পণ করে।

আমি দাঁড়িয়ে থাকি
আমার নাম-লেখা সবগুলি সমাধিলিপির পাশে
বিবর্ণ
বিস্মৃত
উন্মুলিত।

© পলাশ কুমার রায়, ২০২৪





*মূল কবিতা Thinning by Palas Kumar Ray এর ভাবানুবাদ। মূল কবিতাটি ইংরাজীতে লেখা হয়েছিল ২০০৮-২০১০ নাগাদ এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।




Thinning by Palas Kumar Ray
Rhyme Scheme: Free Verse

I do often feel
My existence is thinning very fast.
As if I must thin, else
The balance on earth
will soon cease to exist.

But I dislike thinning.
Thick layers of acquaintances
I like the most for myself.

Caring my wishes a little
Everyday my name surrenders
To new tags
To new pronouns
Denoting my renewed existence.

I stand across the epitaphs
Bearing my names
Faded
Forgotten
Thinned.

© Palas Kumar Ray



*The poem was originally written in English during 2008-2010 & earlier published in some other website, now removed.