৹ লক্ষণ ৹ Rhyme: AAA
মৃত নন এমন একজন
হয়ত জীবিতও নন।
হয়ত শুধু শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
দুখী নন এমন একজন
হয়ত সুখীও নন।
হয়ত শুধু হাসছেন।
পাগল নন এমন একজন
হয়ত প্রকৃতিস্থও নন।
হয়ত শুধু ভালবাসছেন।
© পলাশ কুমার রায়, ২০২৪
*মূল কবিতা Signs by Palas Kumar Ray এর ভাবানুবাদ।
মূল কবিতাটি ইংরাজীতে লেখা হয়েছিল ২০০৮-২০১০ নাগাদ এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।
Signs by Palas Kumar Ray
Rhyme: Free Verse
Someone not dead
May not be alive
May only be breathing.
Someone not sad
May not be happy
May only be laughing.
Someone not mad
May not be sane
May only be Loving.
© Palas Kumar Ray
*The poem was originally written in English during 2008-2010 & earlier published in some other website, now removed.