৹ দূরত্ব ৹ Rhyme: Free Verse


দূরত্ব কি আমার কথা শুনো-
সে যে মাথায় থাকে ভাই রে।
দেখতে পাবে নজির
হৃদয়ে যখন হাজির থাকে ‘দূর’
‘নিকট’ থাকে দূরে।

দূরত্বের আছে অনেক রকম বেশ
কখনো অলীক, আপেক্ষিক, তাতে মিথ্যা রেশ।
চোখ বুজে তুমি ঠেলছ যারে দূরে
দেখবে কাছে ঐ, চোখ মেললে পরে।

দূরত্ব আর বয়স একটি ছাঁদে গড়া আছে।
বড় হচ্ছ যখন ‘দূরত্ব’ আসে কাছে
বড় হলে দূরত্ব ঐ দূরে গিয়ে বাঁচে।

ভালবাস যারে, কাছেই আছে জান।
কাছে থাকে কেহ, তবু তারে দূরে বলেই মান।
তুমি দেখতে পার না যারে, দেখ না নাকের ডগায়
ভালবাস যারে, দূরে থাকলেও রাখ হৃদয় কোণায়।

© পলাশ কুমার রায়, ২০২৪



*মূল কবিতা  Distance by Palas Kumar Ray এর ভাবানুবাদ। মূল কবিতাটি ২০০৮ সাল নাগাদ ইংরাজীতে লেখা হয়েছিল এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।



Distance By Palas Kumar Ray
Rhyme: ABAB

What to say about distance
They are always in your mind
Away is close to bosom for instance
Near is all away you may find.

What is more about distance to say
They are all illusive relative lies
Closing your eyes you may see them away
See them so close with open eyes.

Length of the same distance often does change
As changes comes in your age.
You grow and distances away come in your range
Ranges again go away with your passing days.

The distance of one you love seem so very close
Someone else is close to you but seem so apart.
Whom you don’t love you can’t see before the nose
Whom you love comes from away close to your heart.

© Palas Kumar Ray


*The poem was originally written in English during 2008 & earlier published in some other website, now removed.