৹ থেমে থাকা যুদ্ধ ৹ Rhyme Free Verse
ঐ শুন ফিসফিস
পৃথিবীর থেমে থাকা সব যুদ্ধ
আজ অকস্মাৎ রণ সাজে উদ্বুদ্ধ।
তোমার কর্ণ কুহর
দুইটি চক্ষু বিবর
নাসিকার দ্বার
সব খুলে রাখ ত্বরা।
অনাদি আদিম যুদ্ধে
শীঘ্র মাতিবে ধরা।
পক্ষ তোমার যে কোন একটা চলবে
এখন লটারি তবে
শেষের সেদিন যদি
মানব নামে কিছু বাঁচে
বেঁচে থাকা শিশু শেষ কথাটি বলবে।
ধর্ম থাকবে কি না-
রীতি নীতি সম্প্রীতির
ভবিষ্যতও স্থির করবে।
আপাতত সব গুরুগম্ভীর বিষয়
তাকের উপর তোলা থাকল।
স্বল্প সময়ে মৃত্যু আয়োজনে
দোষ ত্রুটি কিছু থাকবে।
শান্ত কবরে সমাহিত হয়ে থাকার
পষ্ণভূতে মন্ত্রে বিলীন হওয়ার
ইচ্ছা তোমার অধরাই থেকে যাবে।
ভাগ্যে যদি থাকে
অবর্ণনীয় নরকের দ্বার ধরা
চোখের সামনেই থাকবে।
লিখতে আমার কষ্ট হয়নি মোটে
মন থেকে ভয় পালিয়েছে সব ছুটে
গর্বে আমার চওড়া বুকের পাটা
বিজ্ঞানের এই অগ্রগতির ঘটা
দেখে যাওয়ার ভাগ পেয়েছি ভাগ্যে।
অখণ্ড অবসর
সঞ্জয় সম দৃষ্টি
কুরুক্ষেত্র ময়দান
সব আছে,সব কাছে।
ওরে বাজা সব দুন্দুভি
প্রাণ ভরিয়া শুনি
আগামীর রণ বাদ্য।
ওরে হাউই উড়াবি কত?
পটাশ বাজি শত?
বড় সড় কিছু মার
বেড়েছে অনেক মানব কূলের ঝাড়।
মৃত্যু নিয়ে নিষ্ফল সব ক্রন্দন।
অর্থহীন প্রমাণিত সব বন্ধন।
আপাদমস্তক সবাই এখন প্রাজ্ঞ।
শুরু কর তোরা শুরু কর
কল্কির হাতে বিনাশের বাকি
শেষ নরমেধ যজ্ঞ।
© পলাশ কুমার রায়, ২০২৪