৹ ঠেকা ৹ Rhyme: Free verse

ঠেকে ঠেকেই তো কাটিয়ে দিলাম
আস্ত একটি ঠেকার জীবন।
আমাকে চিনাতে হবে না
ঠেকা আমি বেশ চিনি।

আমি ঠেকাও চিনি
ঠেকায় পড়া মানুষও চিনি।
আর চিনি কিছু অন্য মানুষ
যারা ঠেকায় পড়া মানুষ খোঁজে বেড়ায়।

এমন ভাবার কারণ নেই
ঠেকায় পড়া মানুষই শুধু খোঁজে
কাজ খোঁজে, আত্মীয় খোঁজে, বন্ধু খোঁজে।
অনেকে শুধু ঠেকায় পড়া মানুষই খোঁজে।

ঠেকায় পড়া মানুষও কিছু ফেলনা নয়।
শ্রমের বাজারে এমন মানুষেরই কদর বেশী।
ওরা নম্র হয়, ভদ্র হয়, মৃদুভাষী ও সুশীল হয়।
কিন্তু মুশকিল হল এমন মানুষের
চাহিদা বেশী হলেও যোগান কম হয়।

অর্থনীতির নিয়ম, বাজারের নিয়ম
ওদের মজুরির বেলায় একদম খাটে না।
পাওয়া গেলে ঠেকায় পড়া মানুষ
চিরদিন সস্তায়ই পাওয়া যায়।

সস্তা দামের ঠেকার মানুষ পাওয়ার জন্য
ঠেকা তৈরি করতে হয়।
যুদ্ধ করতে হয়, ছাঁটাই করতে হয়।
একটু আধটু হাত ময়লা করতেই হয়।

অবশ্য শুধু উপরওয়ালা চাইলেই
ঝড় বাদল, বন্যা আকাল হয়েও
ঠেকায় পড়া মানুষের যোগান বাড়ে।

তবে উপরওয়ালা না চাইলেও চলে
ঠেকায় পড়া মানুষরাও নিজেদের
ঠেকা বাড়াতে বেশ পছন্দই করে।
ওরা নিজেরাই ঠেকার বংশবৃদ্ধি করে।

© পলাশ কুমার রায়, ২০২৪








.