৹ দ্য সেলফিস জায়েন্ট ৹ Rhyme: AaBcB and aBcB
বাগান তোমার
নিয়ম তোমার
চলবে তোমার রাজ
এই বাগানে তুমিই থাক
মাথায় পড়ে তাজ।
বিশ্ব নেহাৎ নয় গো ছোট
রাস্তা না হয় শেষ।
খুঁজে নেব অন্য ভুবন
একাই থেকো বেশ।
আবার তুমি মহান হবে
এই বুঝিলে হায়
মহানতা ধূলায় লুটায়
দেমাক শোভা পায়।
এক্ষুণি এই কান মলি ভাই
ঘাট হয়েছে ঘাট।
যাচ্ছি চলে ফিরব না আর
থাকুক খালি মাঠ।
জবর খেলা খেললে তুমি
লাভ খুঁজিলে বাপ
বুঝলে না যে ফিরছে ঘরে
আশীর্বাদ না শাপ।
© পলাশ কুমার রায়, ২০২৫
.
ভালো থাকুন !
রম্য ভাবনার চমৎকার কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভকামনা, শুভেচ্ছা অন্তহীন কবি। শুভ সন্ধ্যা।
চমৎকার প্রেক্ষাপট ! প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই !
কর্মের উদ্দেশ্য যদি হয় নিজ স্বার্থলাভ,
তখন কে আর খোঁজে, আশীর্বাদ না পাপ?
শুভেচ্ছা অবিরাম।