৹ টেক্কা ৹ Rhyme: aAbB
প্রেম পিরীতি বন্ধুত্ব আজ নিছক কথার কথা
ন্যায্য মূল্যে বিকাচ্ছে সব মিলছে যথাতথা।
অনলাইন বা অফ লাইনে যার চাহিদা যেমন
লেনাদেনা ছিন্ন হলেও মন করে না কেমন।
আজকাল সব খোলা মেলা প্রেমপিরীতির জট
যখন তখন খোলে-লাগে ব্যাপার টি বেশ হট।
ট্রাম্প সাহেবের শুল্ক-প্রেমেও বন্ধু পায় না মাফ
প্রেম সুনামি আসে ধেয়ে ধাপের পরেই ধাপ।
এই বলছেন দিবেন তিনি এই বলছেন না
বন্ধুর চোখেও চাতক পাখির জলের কামনা।
প্রেমিকার মন বুঝা কঠিন সব প্রেমিক ই জানে
সাহেব যে হায় টেক্কা মেরে বদলে দিলেন মানে।
© পলাশ কুমার রায়, ২০২৫
.