৹ টারিফের ট ৹ Rhyme: aBcB
টারিফের ট বুঝতে আমি
গেলাম অনেক দূর
দরজাতে তার দিলাম টোকা
তখন সবে ভোর।
রাত জেগে সব খবর রাখা ই
ব্যস্ত খুড়োর কাজ
বলিস কি রে? আমিই খুড়ো?
ছিঃ ছিঃ ভীষণ লাজ।
যাকগে, হবে, ভুলেই গেছি
কে আমি, কে তুই।
মুদ্দা কথা টারিফ,টারিফ
করল পাগল ভুঁই।
তারিফ করে বলতে পারি
টারিফ এমন ধাঁধা।
প্রজা কূলের পকেট কেটে
রাজা নিবেন চাঁদা।
কেমন প্রজা? শুন তবে তুই
বলছি কানে কানে
সস্তায় মন মজছিল যার
সব বিদেশীর টানে।
দেশের শ্রমিক করছিল যা
কিছুর উৎপাদন
অধিক দামে মিলছে বলে
না কেনা তার কারণ।
রাজা তখন বুদ্ধি করে
ভেবে উপায় টি
চীজ বিদেশীর দাম বাড়াতে
চাপিয়ে দিলেন ফী।
আসছিল যা হেসে খেলে
পড়ছিল যা পাতে
টারিফ বাণে সরিয়ে রাজা
সাজান কঠিন ধাতে।
জনগণেশের মঙ্গল হয়
দেশেরও পোয়াবারো
রাজকোষেতে বৃদ্ধি হয়
লক্ষ কোটি আরো।
দেশের শ্রমিক মহান হয়
দেশ অন্ত তাঁর প্রাণ
কম বেতনেও খাটেন তারা
রাখতে দেশের মান।
দেশভক্তি জুটিয়ে দেয়
কম মজুরীর শ্রমিক
দেশের জিনিষ হয় সস্তা
একে একে ক্রমিক।
কম দামেতেই মিলে তখন
খাঁটি দেশী চীজ
মিলে মিশে সুদিন আনে
দেশভক্তির বীজ।
কম দামে তে কম বেতনে
সুর খানি হয় বাঁধা
নালিশ কেহ করে না আর
পাচ্ছে কেন আধা।
রাজা এখন নির্বিবাদে
করেন দেশে রাজ
টিকটকাটক ছেড়ে প্রজা
করেই চলে কাজ।
ফেসবুকে তে টারিফ প্রেমের
গুণগুণাগুন গান
ভেসে উঠে ইনষ্টাগ্রামেও
টারিফ রাজ সম্মাণ।
বদভ্যাস সব বদলে গিয়ে
দেহ মন হয় ফিট
টারিফ নিয়ে প্রচার করে
এক্স ও দারুণ হিট।
এরপরেও চাইলে কেহ
বিদেশী খানার ভোজ
রাজ সেলামি দিয়ে রসিক
কিনতে পারে রোজ।
© পলাশ কুমার রায়, ২০২৫