৹ স্বাধীনতা ৹ Rhyme: Free verse

উহাদের বিশ্বাস মরিয়াছে-
তোমাদের স্বাধীনতার গায়ে আঁচড় পড়িয়াছে।
উহারা শর্তের ভিতরে অর্থ খুঁজিয়া বেড়াইয়াছে-
অর্থ নিখোঁজ থাকিয়াছে।

তোমরা উহাদের জন্মে দাগ দেখিয়াছ।
উহারা তোমাদের জীবন যাপনে ব্যভিচার দেখিয়াছে
দ্বি চারণ দেখিয়াছে,পক্ষপাতিত্ব দেখিয়াছে-
দেখিয়া দেখিয়া উহাদের মনে অশ্রদ্ধা জন্মিয়াছে।

তোমরা উহাদের কোণঠাসা করিয়াছ।
উহারা তোমাদের সকল ব্যর্থতার গলা চাপিয়া ধরিয়াছে।
উহারা তোমাদের চিনিয়া চিনিয়া অকালপক্ব হইয়াছে।
তোমরা অকালবৃদ্ধ হইয়া উহাদের সামনে ঠেলিয়া দিয়াছ।

তোমরা উহাদের কাছ হইতে প্রেম কাড়িয়াছ।
উহারা তোমাদেরকে উপহাস ফিরাইয়া দিয়াছে।
তোমরা জানিয়া বুঝিয়া ঠিক কাজটি কর নাই।
উহারা বুঝিয়া শুনিয়া বেঠিক কাজ খুঁজিয়া বেড়াইয়াছে।

তোমরা শুধু ইতিহাস ভূগোলে পড়িয়াছ-
উহারা গুগুলে গুগুলে মুলুক ঘুরিয়া আসিয়াছে।
তোমরা চোখ বুঝিয়া নিশ্চিন্ত থাকিয়াছ।
উহারা চোখ খুলিয়া অনিশ্চিত পথ বাছিয়াছে।

তোমরা বিশ্বাসে মুক্তি খুঁজিয়া লইয়াছ।
উহারা মুক্তি আর যুক্তি মিশাইয়া বিশ্বাস খুঁজিতেছে।
তোমরা তোমাদের স্বাধীনতা হারাইয়াছ।
উহারা উহাদের নতুন স্বাধীনতার অর্থ বুঝিয়া লইতেছে।

© পলাশ কুমার রায়, ২০২৪








.